মাদারীপুর পৌরসভা এলাকার সার্বিক ফিলিং স্টেশনের সামনে রবিবার বিকেলে ৪০ বোতল ফেনসিডিল ও মাদক বহনকারী একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেন জেলা ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন মাদারীপুর শহরের জজকোর্ট গোলা বাড়ি এলাকার নুহু শিকদার (২২) পিতা- মনসুর শিকদার,মঈন মাতুব্বর (১৯) পিতা- গোলাম মাওলা মাতুব্বর ও মাদকের চালান নিয়ে আসা পঞ্চগড়ের আটোয়ারি থানার আজিজুল হক (২৬) পিতা তৈয়ব আলী ও শ্রী সুরুজ রবি দাশ পিতা মানিক রবি দাস।
পুলিশ সুত্রে জানা যায়,পঞ্চগর হতে দুই মাদক ব্যবসায়ী মাদারীপুরে ফেনসিডিলের চালান নিয়ে আসবে এমন তথ্যের ভিত্তিতে চক্রটিকে ধরার জন্য জেলা ডিবি পুলিশ ওঁৎ পেতে থাকেলে,রবিবার বিকেল ৪ টায় মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সার্বিক তেলের পাম্পের সামনে মাদকের লেনদেনের মুহূর্তে ফেনসিডিল সহ চার জনকে হাতে নাতে গ্রেপ্তার করেন জেলা ডিবি পুলিশের এস আই হাসান ও এস আই সজিব সহ তাদের টিম।
পরে গ্রেপ্তারকৃত দের আসামি করে সদর মডেল থানা একটি মাদক মামলা করে আসামীদের জেলখানায় প্রেরন করা হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা বিভাগের ওসি আল মামুন জানান,মাদক বিক্রেতা নুহু পেশায় একজন মুহুরী।তিনি মাদারীপুর কোর্টে মুহুরী পেশার অন্তরালে দীর্ঘদিন ধরে ফেনসিডিল ব্যবসা করে আসছে এমন তথ্য ছিলো আমাদের হাতে।
এরই সুত্র ধরে আমরা মাঠে অনুসন্ধানে নামি।আজ ফেনসিডিলের চালান আসবে এমন খবর পেয়ে ৪০ পিচ ফেনসিডিল সহ একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল আটক করতে সক্ষম হই আমরা।
Leave a Reply