বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল গ্রেফতার

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ২১৭ Time View

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতি প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্রসহ এক দল ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগষ্ট ২২)ইং দুপুরে নবীগঞ্জ থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

গতকাল রাত ১২ঃ ৩০ মিনিটের সময় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে পুলিশ পরিদর্শক, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে ও এস,আই জাহাঙ্গীর আলম, গৌতম দাশ,আবু সাইদ, রাজিব রহমান, বিজয় দাশ মুস্তাফিজুর রহমান, এ,এস,আই বিমল দাসের সমন্বয়ে একদল চৌকস পুলিশ সদস্যদের অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র এবং ডাকাতদের ব্যবহৃত মিনিট্রাকসহ আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে থেকে গ্রেফতার করা হয়।

ডাকাতদের সাথে থাকা একটি পাইপগান, গ্রিলকাটার, চিরাপাঞ্জা, রামদা, জি আই পাইপ, ডাকাতদের নিকট থেকে উদ্ধার করা হয়।

ডাকাতদলের সদস্য হল নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের হরিধর পুর গ্রামের ফটিক মিয়ার ছেলে
রুবেল মিয়া (২৯), উপজেলার করগাও ইউনিয়নের শাকুয়া গ্রামের মোঃ আব্দুল গনি মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর (২৫), ইমামবাড়ি ইউনিয়নের চড় গাও গ্রামের মোঃ আঃ গনি মিয়ার ছেলে মো সহিবুর রহমান (৩৫), সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার করিম পুর গ্রামের মোঃ মুকলিশ খানের ছেলে রুজেল খান (২৪), নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বাজার চড়া গ্রামের মোঃ তাহির মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২২), নবীগঞ্জ জেলা হবিগঞ্জ কে গ্রেফতার করেন!

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) জনাব আমিনুল ইসলাম জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করেন।

তিনি আরও জানান, মাদক চুরি ডাকাতি জুয়া এর বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense