মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি! হবিগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান হেলাল (৩৫) কে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই২২) ইং ভোর রাতে সদর থানার (ওসি) গোলাম মর্তুজার নির্দেশে এসআই সজিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার মাসুলিয়া যমুনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আন্তঃ সিন্ডিকেট প্রধান হলেন হবিগঞ্জ সদর উপজেলা মাছুলিয়া গ্রামের ছুরত আলীর ছেলে হেলাল( ৩৫)! হবিগঞ্জ থানা পুলিশ সুত্রে জানায়, হেলাল এর বিরুদ্ধে ডাকাতি ছিনতাইয়ের সহ ১০ টির অধিক মামলা রয়েছে। হেলাল দির্ঘ দিন আত্মগোপনে ছিল।
সম্প্রতি বাড়িতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার ৩ ঘঠিকায় কুখ্যাত ডাকাত হেলাল কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েেেছ। তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে আরো রহস্য উদঘাটন করা হবে বলে জানান।
Leave a Reply