রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কোনাক গ্রামের রবিউল মন্ডলের ছেলে রাকিব মন্ডল নামের এক বখাটে মাগুরা শ্রীপুর উপজেলায় ঘাসিয়াড়া গ্রামের আনোয়ার হোসেন আনার পিঁয়াজের ক্ষেতে দিনমজুর হিসেবে কাজ করতে এসে তার একমাত্র মেয়ে পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া কিশোরী বন্যা(১৪)কে নানা প্রলোভন দেখিয়ে ও ফুঁসলিয়ে প্রেমেরজালে জড়িয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গত ১৮ জানুয়ারী পালায়ে যায় ।
এরপর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় রাকিবকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করে, জেল থেকে বের হয়ে প্রতিশোধ পরায়ন বিপথগামী যুবক রাকিব গত ১৩ জুলাই সকাল ১০ টার দিকে পুনরায় দলবলসহ মেয়েটিকে অপহরণ করে | আজ ১৭ দিন ধরে মেয়েকে হারিয়ে মা-বাবা পাগল প্রায়।
খোঁজ নিয়ে দেখা যায় আসামি রাকিব এরআগেও বিভিন্ন জায়গায় একইভাবে অন্য মেয়েদেরকে ভাগিয়ে নিয়ে ভারতে পাচার করেছে বলে লোকমুখে শোনা যায়।
এদিকে এক মাএ মেয়ে হারানোর বেদনায় মেয়েটির কৃষক পিতামাতা মাগুরা জেলা আদালতে একটি অপহরণ মামলা রুজু করেছেন। অপরদিকে আসামি রাকিব দু-একদিনের ভিতরেই মেয়েটিকে ভারতে পাচার করে দেবে বলে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে।
মামলাটির তদন্ত পুলিশ অফিসার এসআই রাকিব জানান “ছয় মাস আগেও একই ঘটনা ঘটেছিল সেবার পুলিশ তৎপর হয়ে আসামিকে তড়িৎ ধরে ফেলে, এবার আসামি ফোন নম্বর ও ঠিকানা বদল করায় ধরতে সমস্যা হচ্ছে, তবে আসামিকে ধরতে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply