বুধবার, ০২ জুলাই ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন

আশুলিয়ায় হেরোইনসহ মা-ছেলে গ্রেপ্তার

আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২১০ Time View

আশুলিয়ায় কোটি টাকার মূল্যের মাদকদ্রব্য হেরোইনসহ মা-ছেলে দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি দল। বুধবার (২৭ জুলাই) দুপুরে তাদের আশুলিয়া থানা থেকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

এরআগে গতকাল সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ৈ তাদের প্রেপ্তার করেন র‌্যাব। পরে রাতে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

এসময় ১ কোটি ০৭ লাখ মূল্যের ১.০৭ কেজি হেরোইন, ০১ টি মোবাইল ও নগদ ৯০০ টাকা জব্দ করেন। প্রেপ্তারকৃতরা হলো-রাজশাহী জেলার চন্দ্রিমা থানার মুশরইল আদীবাসি খ্রিস্টানপাড়ার নির্মলা বিশ্বাস (৩৫) ও সীমান্ত বিশ্বাস (১৮)। বর্তমানে তারা আশুলিয়া পলাশবাড়ীতে বসবাস করে আসছিলো।

র‌্যাব-৪ জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীসহ আশপাশ এলাকাগুলোতে বিক্রি করে আসছিলো।

তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে মামলার তদন্তাকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার এস আই আসওয়াদুর রহমান বলেন, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense