ভোলার লালমোহনে মন্দিরের মধ্যে মানসিক প্রতিবন্ধী যুবককে বেঁধে অমানবিক নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবারে (২১ জুলাই) রাতে ৯ঃ৩০মিনিটে ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাটের স্বর্ণেরচর মন্দিরের খুঁটির সাথে বেঁধে যুবককে দুইজন মিলে লাঠি দিয়ে এলোপাথারী মারছে। এসময় যুবককে আর্তচিৎকার করতে শোনা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, নির্যাতনের শিকার যুবকের নাম জয়ন্ত।
সে ওই এলাকার মিস্ত্রি বাড়ির শ্যামল দাসের ছেলে। নিযার্তনকারী দুজনের পরিচয়ও পাওয়া গেছে। তারা একই বাড়ির তাপস মৃধা ও অশিক মিস্ত্রি। এদের অমানবিক নির্যাতনে ওই যুবকের একটি হাতও ভেঙে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নির্যাতনের শিকার জয়ন্তকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয়েছে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, একজন মানসিক প্রতিবন্ধী ব্যক্তিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হবার সাথে সাথেই আমি কর্মতৎপর OC Lalmohan Thana , সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করি।
নির্যাতিত ব্যক্তিকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার সক্রিয় চেষ্টা চলছে। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ভিডিওটি দেখে এলাকায় খোঁজ খবর নেয়া হচ্ছে। এবং কিজন্য এরকম নির্যাতনের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply