হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৪ মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-করেছে পুলিশ! বৃহস্পতিবার( ২১ শে জুলাই ২২)ইং দুপুরে বানিয়াচং থানার পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
গতকাল দিবাগত রাতে মোহাম্মদ এমরান হোসেন, অফিসার ইনচার্জ, বানিয়াচং থানা, এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এএস আই খালেদ মোশারফ, এএসআই মোঃ তোহা, এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী মনির আহমেদ (৩২), পিতা-মৃতঃ ফছলু মিয়া, মাতা-শামছুন্নাহার,
সাং- তাম্বুলীটুলা, রাজু আহাম্মেদ প্রকাশ রাজ (২০), পিতা- মিজান মিয়া, মাতা-মিনা বেগম, সাং-তোপখানা ৩। সাইদুল হক(৩৮), পিতা-আব্দুল হক, মাতা-রফিকা বেগম, সাং- দত্তপাড়া জাহাঙ্গীর আলম(৩৫) ,পিতা-মোঃ জালাল মিয়া, মাতা- সাহিদা বেগম,
সাং- দত্তপাড়া, সর্ব-০১নং ইউ পি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জদের ৩৭০ (তিনশত সত্তর) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মামলা রুজু করে মাদক ব্যবসায়ী দের কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয় টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসন। তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply