হবিগঞ্জের বাহুবল উপজেলার ঐতিহ্যবাহী মিরপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল গনি মিয়ার বিরুদ্ধে অনিয়ম অর্থ জালিয়াতি ও লাইব্রেরি জমি নিজ নামে রেজিস্ট্রারী করণ প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ১৬ জুলাই বিকাল ৫ ঘটিকার সময় সচেতন নাগরিক সমাজ মিরপুর পাবলিক লাইব্রেরির সামনে এ মানববন্ধনের আয়োজন করে। জানা যায়,১৯৭৬ সালে এলাকার শিক্ষানুরাগী ও সচেতন মহলের সহযোগীতায় প্রতিষ্ঠিত হয় মিরপুর পাবলিক লাইব্রেরী।
কিছুদিন মিরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কার্যক্রম পরিচালনার পর সদস্যরা চাঁদা করে ৯ হাজার টাকায় ক্রয় করেন লাইব্রেরীর ১৪ শতক ভুমি। পরে ওই ভুমিতে টিনশেড ভবনের উদ্বোধন করেন তৎকালীন উপজেলা চেয়ারম্যান মানিক চৌধুরী।
মানববন্ধনে উপস্থিত ব্যক্তিরা বলেন, লাইব্রেরির সাধারণ সম্পাদক পদ কে ব্যবহার করে ছলচাতুরী করে লাইব্রেরির ১ শতক ৮০ লিংক জায়গা যার বর্তমান মূল্য প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা ,সেই জমির কোন বিজ্ঞাপন নোটিশ ছাড়াই ২ লক্ষ ৯৪ হাজার টাকায় গনি মাস্টার নিজের নামে করে নেন।
মিথ্যার আশ্রয় নিয়ে যাকে প্রধান সাক্ষী দেন সেই শেখ মুখলিছুর রহমান মুস্তফা মোল্লা দুর্নীতি বুঝতে পেরে এই স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতির প্রমাণ সহ তিনি মাননীয় ইউএনও বরাবর অভিযোগ করেন। এছাড়াও প্রতিমাসে ৩৫ হাজার টাকা লাইব্রেরী থেকে ইনকাম আসে এই টাকা লাইব্রেরীর একাউন্টে জমা না করে সেই অর্থ জালিয়াতি করার অভিযোগ রয়েছে ।
আব্দুল গনি মাস্টারের এসব দুর্নীতির কারনে বিভিন্ন সময়ে লাইব্রেরির দায়িত্বে থাকা অনেক গুনীজন ও সামাজিক ব্যক্তিবর্গ সম্মানের ভয়ে পদত্যাগ করেন। এতে উপস্হিত ছিলেন মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আরজু মিয়া , বীর মুক্তিযাদ্ধা আঃহান্নান ,৮ গ্রাম নেতা আকাদুচ্ছ মিয়া বাবুল , ৪ গ্রাম নেতা জিতু মিয়া , মখলিছুর রহমান মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত আলী ,৬ নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদেক মিয়া অমৃত , সাধারণ সম্পাদক আবুল কালাম , উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক গীতিকার এম আর মামুন , ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আহমেদ লিয়াকত, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম মিয়া , ছাত্রলীগ নেতা ফয়সল, রায়হান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত