আদালতের নথি জালিয়াতির অভিযোগে সি . আর ৮০২/২১ নং মোকদ্দমায় মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চেয়ারম্যান বিধান বিশ্বাস ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন । আদালতের স্মারক নং -৬২৬ তারিখ - ৭/৬/২০২২ বরাতে কোর্ট পুলিশ পরিদর্শক স্বারক নং -২৪০ তারিখ- ০৭/০৬/২০২২ মূলে রাজৈর থানাকে গ্রেফতারী পরোয়ানা প্রেরণ করেছেন ।
অবৈধ আদম ব্যবসার মামলার দায় থেকে এড়ানোর জন্য মাদারীপুর সদর থানাধীন জি.আর ১৩৪/২০১০ মামলার নথি জালিয়াতি করে আসামী তার সহযোগীদের যোগসাজসে নিজের নাম বিধান বিশ্বাস করার অভিযোগে মাননীয় হাইকোর্ট বিভাগ বিধান বিশ্বাস ও সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন । তদন্তের পর উক্ত নির্দেশক্রমে মাদারীপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাঁর নাজিরের মাধ্যমে সি.আর ৮০২/২০২১ দায়ের করেন । উল্লেখ্য , গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী চেয়ারম্যান বিধান বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রালয়ের জাতীয় তালিকাভুক্ত অবৈধ মানবপাচারকারী ।
এদিকে কোন কাজ না করেই কতিপয় প্রকল্প সমাপ্ত বা অনুদানের কোন টাকা প্রদান না করেই প্রদান করা হয়েছে মর্মে সরকারী টাকা আত্মসাত করার অভিযোগে চেয়ারম্যান বিধান বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের পূর্ণাঙ্গ অনুসন্ধান ইতোপূর্বে দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রাথমিক অনুসন্ধান করে কতিপয় অভিযোগের সত্যতা পেয়েছে।
পুলিশ আসামীকে খুঁজে না পেলেও ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় জনগণের ভাষ্যমতে চেয়ারম্যান বিধান বিশ্বাসকে এলাকায় নিয়মিত ঘোরাফেরা করতে দেখা যায় । এমনকি প্রায় প্রতিদিনই ইউনিয়ন পরিষদের কতিপয় সদস্যকে নিয়ে তিনি বিভিন্ন বৈঠকও করছেন । চায়ের দোকানে আড্ডাও দিচ্ছেন । উল্লেখ্য , তাঁর গ্রামেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে । স্থানীয় জনগণের ধারণা , তিনি একটি বিশাল রাজনৈতিক ছত্রছায়ায় রয়েছেন বলেই পুলিশ তাঁকে খুঁজে পাচ্ছে না ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত