ঘটনার পর পরই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সহিত জড়িত আসামীদের গ্রেফতারের নিমিত্তে পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এবং সদর থানার যৌথ অভিযানে অত্র জেলার শিবগঞ্জ থানা এলাকা হতে আসামী রাব্বি(২৫) এবং আলম(২৪) কে গ্রেফতার করে।
পরবর্তীতে আসামী রাব্বি এবং আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানা এলাকা থেকে নয়ন হত্যাকারী আসামী আলিম, আজিম ও তাদের পিতা মোঃ সাইফুল ইসলাম গণ কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে ঘটনার সহিত জড়িত আসামী শাহরিয়ার আলম সনু-কে গ্রেফতার করা হয়।
জিঞ্জাসাবাদে আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থলের পাশ থেকে হত্যা কাজে ব্যবহৃত একটি চাকু জব্দ করা হয়। অতঃপর আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সদর মডেল থানাধীন ফকিরপাড়া পানির ট্যাংকির উত্তর পার্শ্বে সীমানা প্রাচীর সংলগ্ন লেবু বাগানের ভিতরে মাটির তৈরী সুড়ঙ্গের মধ্য হতে ০২ (দুই) টি চাইনিজ কুড়াল, ০৪ (চার) টি লোহার কাতা, ০৩ (তিন) টি হাসুয়া, ০২ (দুই) টি তলোয়ার ও ০১ (এক) টি খড়গ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply