শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :

আজমিরীগঞ্জের শিবপাশায় টমটম স্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২০৪ Time View

হবিগঞ্জের আজমিরীগঞ্জ শিবপাশায় ওয়াকফ ষ্টেটের জায়গায় টমটম স্ট্যান্ড দখল করা নিয়ে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক লোক! মঙ্গলবার (১২ জুলাই২২) ইং দুপুরে দুই পক্ষের লোক দের মধ্যে ঝগড়া বাধে! দু’ঘন্টাব্যাপী উভয় পক্ষের লোকজন টেটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত থাকে৷

পুলিশ গিয়ে টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে৷ স্থানীয় সূত্রে জানা যায়, শিবপাশা বাজারের কাছে খানবাহাদুর ওয়াকফ ষ্টেটের সরকারী জায়গায় টমটম স্ট্যান্ড দখল করা নিয়ে টমটম মালিক সমিতি ও কেবি স্ট্যাটের পক্ষের লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছে ৷
টমটম মালিক সমিতির নেতৃত্বে রয়েছেন শিবপাশা গ্রামের আসমত মিয়া ও মোহাইমিন মিয়া অপর পক্ষর নেতৃত্ব রয়েছেন লিটন মিয়া ও লুৎফুর রহমান চৌধুরী৷ মঙ্গলবার সকাল দিকে টমটম সমিতির লোকজন আবার স্ট্যান্ড দখল করতে গেলে কেবির লোকজনরা বাধা দেয় ৷
এরই জের ধরে দুপুর ১২টার দিকে দু’পক্ষের লোকজনদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু৷ হয়৷ দু’ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়৷ গুরুতর আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
স্থানীয় সুত্রে খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা ওসি (তদন্ত) হানিফ ও শিবপাশা ফাড়ির পুলিশ ঘটনাস্হলে গিয়ে টিয়ারগ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড টিয়ারগ্যাস ছুড়ে৷ বর্তমানে পরিস্থিতি শান্ত আছে৷ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে৷

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense