হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন২২) ইং সন্ধ্যায় মাধবপুর কলেজের সামনে হতে ২০ কেজি গাঁজা সহ ৪ জন কে গ্রেফতার করে পুলিশ।
এএসআই সোহেল রানা ও এএসসআই জাহাঙ্গীর সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গেইট এর সামনে ঢাকা সিলেট মহাসড়কে হাইওয়ে রোডে একটি মাইক্রোবাস তল্লাশি করা হয়।
এসময় অভিনব কৌশলে মাদক পাচারের সময় ২০ কেজি গাঁজা ও ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক মাদক ব্যবসায়ী হল, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আব্দুল্লাহ ছেলে রায়হান (৩০), বিজয়নগর উপজেলার পত্তন এলাকার মনোয়ার আলীর ছেলে সোহেল (২৩), সারাইল উপজেলার শাহজানপুরের লুলু মিয়ার ছেলে সাগর মিয়া (২০), শাহবাজপুরের মৃত আক্কাস মিয়া ছেলে আরাফাত হক ইমন (১৯) কে আটক করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতার এর বিষয় টি সততা নিশ্চিত করেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Leave a Reply