মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের ইঞ্জিন পুনরায় সচল করে বৈশ্বিক সহায়তা বৃদ্ধি করুন আজ থেকে শুরু এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৩০ আগস্ট ঢাকায় সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী ভারতের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল ১২ জনের রাতে ভাত খাওয়া কি সত্যিই ক্ষতিকর? পুষ্টিবিদদের বক্তব্য কী? জুলাই স্মরণে ২০২৪ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমধর্মী উদ্যোগ এআইইউবি ইন্টার কলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শুভ সূচনা চীন সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে : মির্জা ফখরুল

নলডাঙ্গায় মহানবী (সাঃ)কে কটুক্তি করার অভিযোগে এক যুবক আটক

নলডাঙ্গা উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩২৭ Time View

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সমসখলসী হিন্দুপাড়া গ্রামে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে প্রদীপ ওরফে কমল (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুন) দুপুরে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় সমসখলসী হিন্দুপাড়া গ্রামের একটি চায়ের দোকানে বসে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় বিক্ষুব্ধ হয়ে পড়ে গ্রামবাসী। এই ঘটনার পর থেকে পলাতক ছিল প্রদীপ। শনিবার বেলা ১২ টায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক প্রদীপ ওই গ্রামের কালাচাঁনের ছেলে। নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সমসখলসী গ্রামের হিন্দু পাড়ায় চঞ্চলে চায়ের দোকানে বসে প্রদীপসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন।

এসময় তাদের মধ্যে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজিপি নেত্রীর কটুক্তি করা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রদীপ ভারতের বিজিপি নেত্রী নিপুর র্শামা যা বলেছেন তা সঠিক বলেছেন বলে মন্তব্য করেন। এনিয়ে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনা ছড়িয়ে পড়লে পুরো গ্রামজুড়ে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই প্রদীপ গা ঢাকা দিলে গ্রাম জুড়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। শনিবার অভিযান চালিয়ে প্রদীপকে আটক করার পর এলাকার পরিবেশ শান্ত হয়।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি। এলাকাবাসী সুত্রে জানা যায়, এই ঘটনা ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে এবং শুক্রবার রাতেই প্রদীপের বাড়ি ঘেরাও করার চেষ্টা করে। এসময় স্থানীয় ইউপি সদস্য সহ বিশিস্টজনরা পরিস্থিতি সামাল দেন।

খবর পেয়ে শনিবার নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোহাসিন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ও এনএসআই, ডিবি সহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ওই গ্রাম পরিদর্শন করেন। এদিকে এঘটনার প্রতিবাদে এলাকাবাসী শনিবার বিক্ষোভ মিছিল করার ঘোষনা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সর্তক অবস্থানে আছে পুলিশ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense