গতকাল ২৪ মে মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে মাগুরাজেলার রাঘবদার ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের গরুখামারি ও গরুব্যবসায়ী মো আবু সাঈদ মোল্লা (৫০) এর উপর পার্শবর্তী বেরোইল গ্রামের তৌহিদ বিশ্বাসের (২৮) নেতৃত্বে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে আহত করে ও দোকানে থাকা গরু বিক্রির নগদ ৬ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় |
পরবর্তীতে আহত আবু সাঈদকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে তার অবস্থা সংকটমুক্ত হলেও মাথার ক্ষতস্থানে তিন তিনটি সেলাই করা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে | এদিকে আবু সাঈদের বালিয়াডাঙ্গা বাজারে অবস্থিত দোকানের মালামাল ও দোকানে রাখা ইলেক্ট্রনিক জিনিসপত্রগুলোও ভেঙে গুড়িয়ে দিয়েছে হামলাকারীরা |
আবু সাঈদ জানান ” আমাকে হত্যা ও টাকা লুট করার উদ্দেশ্যেই মূলত আমার উপর হামলা করা হয়েছে, আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি ” | প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সকালবেলা একটি গরু কেনাবেচাকে কেন্দ্র করে অভিযুক্ত তৌহিদ বিশ্বাসের সাথে আবু সাঈদের ধস্তাধস্তি হয় এবং তৎক্ষণাৎ স্থানীয় পান্নু মেম্বার ও বেরোইল গ্রামের মাতবর জাহিদ ও ফারুকের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয় |
কিন্তু সন্ত্রাসী তৌহিদ বিশ্বাস তার ভাড়া করা গুন্ডা বাহিনীর সদস্য আক্তার বিশ্বাস, আনিস বিশ্বাস, রাশেদ, নাসিম, জসিম, সুজন সিমরাম, ইমরান, আনোয়ারকে নিয়ে তিনটি মোটরসাইকেল যোগে রড, হাতুড়ি ও জিআই পাইপ নিয়ে দোকানে এসে এলোপাথাড়ি মারধর ও ভাঙচুর শুরু করে |
আবু সাঈদ মোল্লার পিতা হাবিবুর রহমান জানান ” আমরা খুব আতংকের মধ্যে আছি, আমি মাগুরা প্রশাসনের কাছে ন্যায় বিচারের জোর দাবি জানাচ্ছি এবং আমাদের লুট হওয়া টাকা উদ্ধারের জন্য আবেদন জানাচ্ছি”|
এদিকে ঘটনার পরপরই লক্ষীপুর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল খালেক ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ভুক্তভুগি পরিবারকে মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করতে বলেন বলে তিনি জানান | রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল |
Leave a Reply