সোমবার (২৫ এপ্রিল) রাত অনুমান ৮.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শ্রীমঙ্গল থানার ০৪ নং সিন্দুরখান ইউনিয়নের ইসলামপুর গ্রামের জনৈক রিপন মিয়ার বাড়ীর দক্ষিন পাশে লাইংলাছড়া বালুর ঘাটের পাশ থেকে ১৮ বোতল ফেন্সিডিল সহ জমির আলী (৫১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
এসময় একটি Super R H100C স্কোটিও আটক করা হয়। মাদক কারবারি জমির আলী শ্রীমঙ্গল থানার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের মৃত আতর আলীর ছেলে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত