গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের এক স্কুলছাত্রী গণধর্ষনের শিকার হয়েছে। ধর্ষনের শিকার ওই ছাত্রী টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।
অভিযুক্ত ধর্ষকরা হলেন একই এলাকার রবি বলের ছেলে সাগর বল ওরফে রতন বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রীর ছেলে নয়ন মিস্ত্রী।
এছাড়া সুবোধ বলের ছেলে শুভংকর বল (নান্টু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপচাদ বিশ্বাসের ছেলে ধিমান বিশ্বাস ধর্ষনে সহযোগীতা করে ও মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারন করে। পরে এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন
এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, গত মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মাছকান্দি পরিত্যক্ত ইটের ভাটায় এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীর মা আরো বলেন, আমার মেয়েকে ফলো করে মাছকান্দী ইট ভাটার কাছে গেলে ওরা জোর পূর্বক ধোপের ভিতর নিয়ে তাকে ধর্ষন করে।
৩ জন মিলে ধর্ষন করে ও বাকি ৩ জন ভিডিও ধারণ করে। ধর্ষনের ঘটনা কাউকে বললে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ধর্ষকরা। আমি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম জসিম উদ্দিন বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ধর্ষনের সহযোগী আসামী ধিমান বিশ্বাসকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছি। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত