নাচোল থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানা এবং নিয়মিত মামলার ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ৪ এপ্রিল সকাল ৬টা থেকে রাত ১২টা পযর্ন্ত নাচোল উপজেলার থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার সকালে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। নাচোল থানার বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, নাচোল উপজেলার মেঘডহর গ্রামের রফিজুল ইসলামের ছেলে জেনারুল ইসলাম (৪৯)
ঐ গ্রামের জেনারুল ইসলামের স্ত্রী মেজেনুর বেগম, মৃত মোখলেছুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (৪৮), মনিরুল ইসলামের স্ত্রী ফেন্সি বেগম (৪৫), মৃত আঃ করিমের ছেলে ফাইজুদ্দিন (৫৮), মৃত আলতাফ এর ছেলে জামিরুল ইসলাম (৪৫), লিটনের স্ত্রী রেখা (৩২)। এছাড়াও খিকটা গ্রামের পরমেশ্বর এর ছেলে শ্রী গোলাপ হাঁসদাসহ সকলকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, গ্রেপ্তারকৃত এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল এবং বিভিন্ন অভিযোগে দায়েরকৃত মামলার আসামী তারা। নাচোল থানার বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত