ইট, বালু, রড, সিমেন্ট, পাথর, বিটুমিন সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে রোববার (২০ মার্চ) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড় নামক স্থানে মুকসুদপুর উপজেলার সকল স্তরের ঠিকাদাররা সম্মিলিতভাবে মানববন্ধন করেছে।
মানববন্ধনে অংশ নেওয়া ঠিকাদাররা গণমাধ্যমকর্মীদেরকে জানান, ঠিকাদার সমাজ বাংলাদেশ সরকারের উন্নয়নের সহযোগি হিসেবে কাজ করে থাকে। নির্মাণ সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির ফলে তাদের পূর্বের ত্রুয়কৃত মালামাল ডেলিভারি না দিয়ে কোম্পানি টাকা ফেরৎ দিচ্ছে। যার ফলে নির্মাণ সামগ্রীর দোকানদার ও কোম্পানির এজেন্টদের সাথে ঠিকাদারদের সম্পর্ক দিনদিন অবনতি হচ্ছে।
বিজয়ের মাসে একটি অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী উন্নয়নের ধারা ব্যাহত করে দেশকে পিছিয়ে নেওয়ার জন্য একটি কুচত্রুী মহল ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে নির্মাণ সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন মানববন্ধনকারীরা।
এ সময়ে মানববন্ধনে মুকসুদপুর উপজেলা ঠিকাদারী সমিতির নেতৃবৃন্দ সহ সকল সরকারি প্রতিষ্ঠান ঠিকাদারগণ অংশগ্রহণ করেন।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ
Leave a Reply