সাভারের চাঞ্চল্যকর ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ মামলায় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি সোহেল রানাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে সাভার র্যাব ৪ নবীনগর ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম শহর থেকে সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। র্যাব বলছে, ভুক্তভোগী কিশোরী বাবা-মাসহ সাভারের রাজাবাড়ী এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
অন্যদিকে অভিযুক্ত সোহেল রানা একটি রাজনৈতিক দলের ছাত্র শাখার স্থানীয় ইউনিয়ন সভাপতি। সোহেল রানার রাজনৈতিক কার্যালয় কিশোরীর বাসার কাছাকাছি হওয়ায় তার সঙ্গে গত সেপ্টেম্বর ২০২১ সালের দিকে প্রথম পরিচয় হয় সোহেল রানার। রাস্তায় যাতায়াতের বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক আকার-ইঙ্গিত প্রদর্শন করত এই অভিযুক্ত।
এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয় ওই কিশোরীকে। ভুক্তভোগী তা প্রত্যাখান করলে গত অক্টোবর ২০২১ সালে জোরপূর্বক সে ওই কিশোরীকে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে এবং এ সময় অশালীন ছবি ও ভিডিও ধারণ করে রাখে সোহেল রানা।
সেই ছবি ও ভিডিও দেখিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে এত দিন ধরে ধর্ষণ করে আসছিল অভিযুক্ত ছাত্রনেতা সোহেল রানা। একপর্যায়ে ভুক্তভোগী অস্বীকৃতি জানালেও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে জিম্মি করে ওই কিশোরীকে। গত ১৪ ফেব্রুয়ারি সোহেল রানা তার সঙ্গে সময় কাটানোর প্রস্তাব করলে তা প্রত্যাখান করে বিয়ের ব্যাপারে পরিবারের সঙ্গে কথা বলতে বলেন কিশোরী।
সোহেল রানা তাকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। গত ১৫ ফেব্রুয়ারি সোহেল রানা গতিরোধ করে একই কায়দায় জোরপূর্বক ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করে। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে বাসায় এসে আত্মহত্যার চেষ্টা করে। এসময় কিশোরীর মা আত্মহত্যার কারণ জানতে চাইলে বিষয়টি খুলে বলে।
পরে গত ২৩ ফেব্রুয়ারি বুধবার রাতে সাভার মডেল থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে সোহেল রানাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৬৫) দায়ের করেন। ধর্ষণের অভিযোগে সোহেল রানার বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার পর পরই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির পদ থেকে তাকে অব্যাহতি দেয় উপজেলা ছাত্রলীগ।
এতদিন গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে বেড়াচ্ছিল। উল্লেখ্য, সোহেল রানার বিরুদ্ধে গত বছরে ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে বিয়ের প্রলোভনে অন্য আরেকটি ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার। সেই মামলায় সোহেল রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে ঢাকা জেলা পিবিআই।
এদিকে সাভারের তুরাগ নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র গুলিসহ চায়না বাবু ও শাহজাহান নামের দুই কুখ্যাত ডাকাত সরদারকে গ্রেপ্তার করেছে র্যাব ৪। পরে সকল আসামিকে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব ৪।
Leave a Reply