সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

জীবননগর পিয়ারাতলায় শিশু,নারী ধর্ষন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩১৮ Time View

এ,আর,ডাবলু প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলায় শিশু, নারী ধর্ষন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার সময় পিয়ারাতলা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলা বাসষ্টান্ডে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পিয়ারাতলা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি কাজী মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম ঈশা। তিনি বলেন,ধর্ষক তার পরিচয় শুধুই ধর্ষক,তার কোনো জাত,ধর্ম,দল,কিছুই নেই,ধর্ষকরা বাঁচার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় দেয়।স্বাধীন দেশে আমরা কেনো স্বাধীনভাবে চলাচল করতে পারবো না। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই,ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হলে আর কেউ এই ধরনের নিকৃষ্ট কাজ করার সাহস পাবেনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ,জীবননগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকিমুল ইসলাম আকমান, দপ্তর সম্পাদক কাজী শামসুর রহমান চন্ঞল, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মনি, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য রিপন।এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন উত্তম কুমার, কানন,সাইফুল ইসলাম , নারীনেত্রী লিপি খাতুন প্রমূখ।বক্তারা নোয়াখালীর বেগমগঞ্জ, সিলেটের এমসি কলেজসহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ, হত্যা,নারীর শ্লীলতাহানিসহ শিশু,নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।##

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense