বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন কতৃর্ক গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ১০০০ কম্বল ও ১০০০ প্যাকেট ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পরিচালনা করা হয়েছে।
উক্ত কর্মসূচী গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়ে গতকাল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছিলো। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার মোট ১৪টি ইউনিয়ন ও পৌরসভাতে দুঃস্থদের মাঝে ৭৬০টি কম্বল ও ৭২০ প্যাকেট ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ৪টি ইউনিয়নে অবশিষ্ট কম্বল ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। প্রতিটি ত্রাণ এর প্যাকেটে ছিলো ১.৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম ডাল, ১ কেজি লবণ, ৯ প্যাকেট স্যুপ, ৬ প্যাকেট হরলিক্স, ১টি লাক্স সাবান, ৪ প্যাকেট টয়লেট ক্লিনার, ৬টি মিনি প্যাকেট হুইল পাউডার, ৮টি মিনি প্যাকেট হ্যান্ডওয়াশ এবং ১৮টি মিনি প্যাক টুথপেস্ট।
জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জি -এর নির্দেশনায় উক্ত কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচী পালন করা হচ্ছে। ত্রাণ ও কম্বল বিতরণ কর্মসূচীতে ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন সৌরভ সহ যশোর সেনানিবাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
৫৫ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের এমন আন্তরিক সহায়তা এই অঞ্চলে বিশেষ প্রাণচাঞ্চল্যের সঞ্চার করেছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত