গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি চৌকস দল গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতি চৌরঙ্গী টোল প্লাজার নিকট থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মৃত - আব্দুর রব শেখের ছেলে মো. মুরাদ হোসেন শেখ (২১) কে গ্রেপ্তার করে।
ধৃত মাদক ব্যবসায়ীর বাড়ি বাগেরহাট জেলার চিতলমারী থানার মচন্দপুর গ্রামে। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। ধৃত মাদকব্যবসায়ীর বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুপূর্বক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম জানান, মাদকমুক্ত গোপালগঞ্জ গড়ার লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম স্যারের দিকনির্দেশনায় মাদকমুক্ত জেলা গড়তে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত