বুধবার, ০২ জুলাই ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

লোহাগড়ায় সাংবাদিকবৃন্দের সাথে জিওবি- ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প বিষয়ক মত বিনিময় সভা

স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২৪২ Time View

ইউকেএইড-এর অর্থায়নে, ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর তত্ত্বাবধানে, কেয়ার বাংলাদেশ লোহাগড়া উপজেলায় অ্যাসওয়া-২/ক্যাটস-২ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পের লক্ষ্য “খোলা জায়গায় পায়খানা মুক্ত ইউনিয়ন” নিশ্চিত করার লক্ষ্যে পরিবার, কমিউনিটি ও স্কুল পর্যায়ে পয়ঃনিষ্কাশন, নিরাপদ পানিয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে কাজ করা।
এরই ধারাবহিকতায় জিওবি- ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প, কেয়ার বাংলাদেশ এর আয়োজনে লোহাগড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর-এর সার্বিক সহযোগিতায় কেয়ার বাংলাদেশ লোহাগড়া অফিসে ১৫ই ডিসেম্বর, ২০২১ইং স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে জিওবি-ইউনিসেফ আসওয়া-২ প্রকল্পের কার্যক্রম বিষয়ক এক মত বিনিময় ও আলোচনা ও সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জনাব ওবাইদুর রহমান সংবাদিক-লোহাগড়া চ্যানেল-এস টিভি । বিশেষ অতিথী হিসাবে সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশল- জনাব শাহিন আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, লোহাগড়া।স্থানীয় সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংবাদিক জনাব মনির খান-সমাচার দর্পন, সংবাদিক জনাব নয়ন-দৈনিক গণতদন্ত, সংবাদিক জনাব শিমুল হাসান-কালের কন্ঠ, সংবাদিক জনাব টিপু সুলতান- আমার সংবাদ, সংবাদিক জনাব মন্নুমোহফুজুল-ভোরের পাতা, সংবাদিক জনাব আজিজুর রহমান-দৈনিক প্রবাহ, সংবাদিক জনাব পিকুল-দৈনিক সকালের সময়, এ চাড়াও অ্যাসওয়া-২/ ক্যাটস-২ প্রকল্পের কর্ম এলাকার ইউনিয়নের ইউপি প্রতিনিধী জনাব আশরাফুলআলম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বভাব নেতাবৃন্দ। পরিচিতি পর্বের শুরুতে জিওবি- ইউনিসেফ আসওয়া-২ প্রকল্প, কেয়ার বাংলাদেশ লোহাগড়া উপজেলার ওয়াশ কর্মকর্তা জনাব ভবরঞ্জন পাল, আসওয়া-২ প্রকল্প বিষয়ক মত বিনিময় সভায় উপস্থিতির জন্য সংবাদিকবৃন্দসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অতপর কেয়ার বাংলাদেশ এর পক্ষ থেকে আবারও উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রকল্পের খুলনা অঞ্চলের প্রকল্প ব্যবস্থাপক জনাব মোঃ আনোয়ার হোসেন জিওবি- ইউনিসেফ আসওয়া-২ প্রকল্পের লোহাগড়া উপজেলার কর্ম এলাকার ৫টি ইউনিয়নের কাজের পরিকল্পনাসহ বাস্তবায়িত কাজের অগ্রগতির উপর বিস্তারিত আলোকপাত করেন এবং এই প্রকল্পের অর্জন ধরে রাখার জন্য উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।
উপস্থিত স্থানীয় সংবাদিকবৃন্দ তাদের প্রতিক্রিয়ায় প্রকল্পের কার্যক্রম বিষয়ক এধরনের মত বিনিময় ও আলোচনা ও সভার আয়োজন করার জন্য কেয়ার বাংলাদেশ জিওবি- ইউনিসেফ আসওয়া-২ প্রকল্পের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং উপস্থিত সকলকে ধন্যবাদ দিয়ে আলোচনার সভার সমাপ্তি ঘোষণা করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense