শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করে দিচ্ছে সরকার

রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৩২১ Time View

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, একটি মিথ্যা মামলায় কারাগারে নিয়ে তাকে আজ নিঃশেষ করে দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি আয়োজিত ‘স্বাধীন বাংলাদেশের বিপন্ন মানবতা ও বেগম খালেদা জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, তাকে (খালেদা জিয়া) একটি মিথ্যা মামলায় কারাগারে যেতে হয়েছে। সামগ্রিক পরিবেশে মনে হচ্ছে তাকে হত্যাকাণ্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাগোনিউজ ২৪

ডাকসুর সাবেক এ নেতা বলেন, খালেদা জিয়া দেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী। তার চিকিৎসা নিয়েও সরকার নানা বাহানা করছে। স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রামের জন্য তার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও সম্মানবোধ ছোটবেলা থেকেই তৈরি হয়েছিলো।

তিনি বলেন, সরকার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না। আমার মনে হয়, তারা এমন কিছু করেছে বাইরে গেলে সেটা বের হয়ে আসতে পারে। তাই হয়তো বিদেশে যেতে দিচ্ছে না।

সরকারের সমালোচনা করে নুর আরও বলেন, এ সরকার একটি অর্বাচীন সরকার, উন্মাদের সরকার। এরা কথায় কথায় মিথ্যা বলে।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাম্প্রতিক নারীবিদ্বেষী বক্তব্যের বিষয়ে ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এরা ক্লাসলেস রাজনীতিবিদ। জনগণের ভোট ছাড়া এমপি হলে তো এমনই হবে। ভোট চোরের সরকারের মন্ত্রী-এমপি এরা। তাই এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, রাস্তায় নামতে হবে।

রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, এতো জাতীয় বিষয় ছিল, কিন্তু কোনো রাজনৈতিক দল মাঠে নামেনি। কেনো নামেন না আপনারা? রাস্তায় নামলে একটা গণজোয়ার তৈরি হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (একাংশ) মহাসচিব শাহাদত হোসেন সেলিম ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense