নড়াইলের লোহাগড়া বাজার থেকে ১লক্ষ ৩০হাজার ছিনতাইয়ের অভিযোগে ২জন মহিলাকে আটক করেছ লোহাগড়া থানা পুলিশ|আটকৃতরা হলেন টাঙ্গাইল জেলার সোনিয়া বেগম ও ফরিদপুর জেলার সাথী বেগম
পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ২ডিসেম্বর২১ নড়াইল সদর থানার শড়াতলা গ্রামের রিংকি খানম ইসলামী ব্যংক থেকে ৭হাজার টাকা উওলন করেন, অগ্রনী ব্যাংক থেকে উওলন করেন মল্লিকপুর গ্রামের সুরভী খানম ২৫ হাজার টাকা, ২৯নভেম্বর লোহাগড়া বাজারের খাদিজা বেগম ইসলামী ব্যাংক থেকে উওলন করেন ৯৮হাজার টাকা|
উক্ত ছিনতাইকারী ব্যাংকের নিচ থেকে ভীড়ের মাঝে সুকৌশলে তাদের সাইড ব্যাগ থেকে মোট ১ লক্ষ ৩০ হাজার ছিনিয়ে নেয়|
এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উক্ত ছিনতাইকারীদের লোহাগড়া থানার এস আই বাবুল হোসেন হাতে নাতে ধরতে সক্ষম হন|
আটকৃতরা হল পেশাগত বেঁদে পরিবার সম্প্রদায়। অপরাধীরা কালনা ঘাটে মধুমতি নদীর ওপারে বসবাস করে|
এব্যাপারে লোহাগড়া থানার ওসি আবু হেনা মিলন বলেন,তদন্ত করে ছিনতাইকারীদের বিরূদ্ধে ব্যবস্থা নেয়া হবে|
Leave a Reply