শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

অল্প কিছু ব্যবধান

মোঃ আমানুল্লাহ ফকির, বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৫০৪ Time View

অল্প কিছু ব্যবধান

আহম্মেদ তানভীর রহমান

এ সময় তো চলে যায়
তুচ্ছ তাচ্ছিল্য হেলায় কভু আসেনা আবার ফিরে
যত কথা তাকে ঘিরে
মনেতে রয় যা কিছু
বেলা ফুরাতে সবই মিছু
থাকে অপূরণ – মরুশূন্য
চলে অভাব দীন দৈন্য।

কালো আঁধার কেটে ঘোর
হয় প্রভাত নব ভোর
সময় তারই নিয়মে চলে
সে নয় অধীন কারও বলে
যত যায় বছর দিন
সময়ের কাছে হচ্ছি ঋণ
পড়ে কত? কাজ মোর বাকি
যা নীরব মনেতে আঁকি।

মাস যায় বছর আসে
বদলে যায় সব চারিপাশে
হয় নিম্ন থেকে উন্নত
সোনালি রঙে আবৃত
এ কুলেতে বাঁধি ঘর
মৃত্যুকে ভেবে পর
তবুও মৃত্যু যে অতি আপন
হঠাৎ জড়ায় সাদা কাফন।

চলে যাই বহুদূরে
আসিনা তো কেউ ফিরে
এক শব্দের ব্যবধানে
আপন দেহ মৃত্যুর টানে
কি-বা ক্ষমতা এত বড়াই
হই উন্মাদ করি লড়াই
ভোগ- বিলসীর মনে অহংকার
বেলা শেষে হবে চুরমার।

মনে স্বপ্ন নিয়ে অদম্য
ভুবন মায়ায় তরে কাম্য
ভুলি পথ সত্য – মিথ্যা
কে? স্রষ্টা কে? সত্তা
প্রতিক্ষার এক ব্যবধান
যত ভুল হবে সমাধান
যখন হারিয়ে আমি যাব
কারও উদয় হবে নব।

রোল পরিবে মৃত্যু ক্রন্দন
বন্ধ হবে দেহের স্পন্দন
পদছাপ মুছবে মরণে
স্বজন কাঁদিবে আমার স্মরণে
এ ভুবন তো বাঁচার নয়
মরনের তরে আসিতে হয়
সাম্প্রতিক কিছু কালে
ভাসি নোনা অশ্রু জলে।

শূন্য স্থান পূরণ হবে
নব প্রজন্ম আসিবে ভবে
কেউ রবেনা কারো আশায়
সময় চলেছে তার ভাষায়
কিছু দিনের ব্যবধান
বিনাশ হবে এ প্রাণ
এইতো নীতির পূর্ব ধরা
এ নিয়েই বাঁচা মরা।

 

কবিঃ আহম্মেদ তানভীর রহমান

একাদশ শ্রেণী, মানবিক বিভাগ

টেকেরহাট পপুলার হাইস্কুল এন্ড কলেজ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense