লক্ষ্মীপুরে গাঁজাসহ এগার মামলার পলাতক আসামী মো. হুমায়ূন কবিরকে (৪১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে সাতশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কবির পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের মো. ছিদ্দিক মিয়ার পুত্র।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, কবির চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আদালতে ১০টি মামলা বিচারাধীন আছে। তাকে মাদক মামলায় আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত