শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

স্বাদ বেশি কোন ধরনের ইলিশের জেনে নিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩৮৮ Time View

মাছের রাজা ইলিশ। রূপালী এ মাছের নাম শুনতেই জিভেতে পানি চলে আসে। স্বাদে-গন্ধে অতুলনীয় এই মাছ বাঙালির শুধু গর্বই না স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের ভৌগোলিক নি’র্দেশক (জিআই) পণ্য হিসেবে।

সারাবছরই এটি সাগরে পাওয়া যায়, তাবে ডিম ছাড়ার সময় তারা নদীতে চলে আসে।

বিশেষজ্ঞরা বলেছেন, সাগরের ইলিশের তুলনায় নদীর ইলিশের স্বাদ বেশি।

তবে সব সময়ই যে নদীর ইলিশ সুস্বাদু হয় এটা ভুল। সুস্বাদু ইলিশ চেনার কিছু উপায় রয়েছে। আসুন জানি সেই উপায়গুলো :

* ইলিশ আ’কারে যত বড় হবে, স্বাদ তত বেশি হবে।

* বর্ষাকালে পাওয়া ইলিশের স্বাদ বেশি হয়।

* নোনা ও মিঠা পানির কারণে ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয়।

* ডিম ছাড়ার আগ পর্যন্ত ইলিশের স্বাদ বেশি থাকে।

* ডিমওয়ালা ইলিশের চর্বি কমে যায়, যে কারণে স্বাদ কমে যায়।

* ইলিশের মধ্যে পদ্মা’র ইলিশের খ্যাতি বেশি।

* ডিমওয়ালা ইলিশ পে’টমোটা এবং চ্যাপ্টা হয়ে থাকে।

* সঠিক স্বাদ পেতে চাইলে ছোট ইলিশ বা জাটকা কখনোই কিনবেন না।

* ইলিশ দীর্ঘদিন কোল্ড স্টোরেজে থাকলে স্বাদ কমে যায়।

* একটু নরম দেখলে বুঝবেন সেটি বাসি ইলিশ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense