নড়াইলের লোহাগড়া এতিমদের জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করার সময় পুলিশ ৩০কেজির ৯টি বস্তা ২৭০ কেজি চালসহ এতিমখানার সুপারকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালতে ওই সুপারকে জরিমানা করা হলে জরিমানার তিন হাজার টাকা দিয়ে তিনি এ যাত্রায় রক্ষা পান । করোনাকালে এতিমদের জন্য বরাদ্দ কৃত চাল কালোবাজারে বিক্রির ঘটনায় লোহাগডা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সম্প্রতি নড়াইলের জেলা প্রশাসক লোহাগডা পৌর এলাকার রামপুর শাহ পজু দেওয়ান এতিমখানার এতিমদের খাবারের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ করেন । বরাদ্দকৃত চালের মধ্যে ২৭০ কেজি চাল বিক্রির জন্য রোববার দুপুরে ওই এতিমখানার সুপার আরিফুজামান হিলালী ( ৫৮) লোহাগডা বাজারে নিয়ে যান । কিন্তু বিধি বাম ! গোপন সংবাদের ভিত্তিতে লোহাগডা থানা পুলিশ চালসহ ওই সুপারকে আটক করে থানায় নিয়ে আসেন এবং সৃষ্ট ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন । এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই সুপারকে ৩ হাজার টাকা জরিমানা করেন । এ সময় সুপার জরিমানার টাকা দিয়ে রক্ষা পান। এবং চাউল গুলা পুনরায় ওই এতিমখানার কমিটির দের দিয়ে দেন। এরপর গণমাধ্যম কর্মীরা মুলতঃ চাল বিক্রির কারণ জানতে গিয়ে সুপার গণমাধ্যম কর্মীদের জানান তিনি এতিমখানা থেকে দাসেরডাঙ্গা বাড়ি ভ্যানচালক খাঁজার নিকট ১০ বস্তা চাল পাঠিয়েছেন কিন্তু পরপরই তিনি ওখানে যান এবং তিনি জানেন সেখান থেকে এক বস্তা চাল এতিম খানার সদস্য বাবন আলী নামিয়ে রেখেছে। সুপার গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলছেন। তিনি নয় বস্তা চাল নিয়ে ধরা পড়েছেন, তিনি দশ বস্তার কথা কেনো আদালতে বলবেন। বিষয়টা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হইলে তিনি গণমাধ্যমকে আস্বত করেছেন আগামীকাল এ বিষয় এর সমাধান দেওয়া হবে।
Leave a Reply