শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

রেজাউল করিম
  • Update Time : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪১৬ Time View

কক্সবাজারের পেকুয়ার পুকুরে ডুবে ওবায়দুল করিম সায়মন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সায়মন একই এলাকার সাইফুল করিমের সন্তান বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশু সায়মন তার চাচাত ভাই শওকতের সাথে গোসল করতে যায় । গোসল শেষে চলে আসে বাড়িতে। শিশুটি পুনরায় গোসল করার জন্য মা-বাবার সাথে ঝগড়া করে। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে শিশু সায়মন পুকুরে গোসল করতে চলে যায় । শিশু সায়মনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খুঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশু সায়মনের মৃতদেহ ভেসে উঠে। পুকুর থেকে শিশু সায়মনের নিতর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। কিন্তু ততক্ষণেই সায়মন পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। নিহত সায়মনের বাবা সাইফুল করিম জানান, দুপুরে আমার ছেলে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজাখুঁজি করি। পরে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মৃত দেহ দেখতে পাই। স্বজনরা পুকুর থেকে তাঁর নিতর দেহ উদ্ধার করে। স্থানীয় ইউপি সদস্য আনিচুল করিম শিশু সায়মনের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সকলের অগোচরে পুকুরের পড়ে শিশুর মৃত্যু হয়েছে। শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense