এতিমখানা ও মাদ্রাসার জমি দখল কে কেন্দ্র সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখম করেছে আহত ৭ জনকে। শুক্রবার বিকেল ৬ ঘটিকায় পাবনার সুজানগর উপজেলার আমিন পুর থানার সাগর কান্দি ইউনিয়নের সুলতান গেট সংলগ্ন একটি এতিমখানা ও মাদ্রাসার জমি দখল কে কেন্দ্র করে সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে ৭ জনকে গুরুতর আহত করেছে।এ ঘটনায় গুরুতর আহত মুরারী পুর গ্রামের মৃত ইসমাইল উদ্দিন মোল্লার ছেলে লেবু হাজী (৪৫),ফজিবর রহমানের ছেলে রাজু আহমেদ (৩০), লোকমান হোসেনের ছেলে মৃদুল (২৬), আজিজুল শেখের ছেলে শরিফুল (১৬) গুরুতর আহত হয়ে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের অভিযোগে জানা যায়, এতিমখানা ও মাদ্রাসার জমি দখলে বাঁধা দিলে এলাকার প্রভাবশালী আব্দুর রশিদ ওরফে পাঁঠা রশিদের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে ও বেশকিছু দোকান ভাঙচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান, সহকারী পুলিশ সুপার (সুজানগর-আমিন পুর সার্কেল) রবিউল ইসলাম। আমিন পুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Leave a Reply