প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ৫:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৭:১৫ পি.এম
পেকুয়ায় সংবাদ কর্মীকে প্রাণনাঁশের হুমকি থানায় সাধারণ ডায়েরি

কক্সবাজারের পেকুয়ায় সংবাদ প্রকাশের জের ধরে জালাল উদ্দিন নামের এক সংবাদকর্মীকে প্রাণনাঁশের হুমকি দিয়েছে দূবৃর্ত্তরা। মঙ্গলবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে একটি মোবাইল ফোন থেকে এ প্রাণনাশের হুকমি দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী জালাল উদ্দীন তাঁর জান-মালের নিরাপত্তা চেয়ে পেকুয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার ডায়েরি নং ২৪৪। ভুক্তভোগী জালাল উদ্দিন উপজেলার উজানটিয়া ইউনিয়নের পেকুয়ার চর এলাকার নুরুল আবছারের ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক রূপসীগ্রাম পত্রিকার পেকুয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, সাংবাদিক জালাল উদ্দিন গত ৬ জুলাই পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী এলাকার শফিউল আজম চৌধুরীর সাথে কাইছারুল হায়দার চৌধুরীর জায়গা সম্পত্তির বিরোধ সৃষ্টি হলে সরেজমিনে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করেন। এতে ক্ষিপ্ত হয়ে শফিউল আজম চৌধুরীর কু-পরামর্শে মৃত নুরুল কাইয়ুম চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নং ০১৮৫৫১৫৫৬৫৫ থেকে সাংবাদিক জালাল উদ্দীনকে প্রাণনাশের হুমকি দেয়। এবং তাঁকে যেখানে পাবে সেখানেই ধরে মারধর করবে বলেও হুমকি দেয়া হয়। এমনকি জালাল উদ্দীনের মত কয়েকজন সাংবাদিক ওনার পকেটে নিয়মিত থাকে এমন হুমকিও দেওয়া হয়। এব্যাপারে সাংবাদিক জালাল উদ্দিন বলেন, হুমকির কারণে আমি বর্তমানে নিজের জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। আমি বিষয়ে পেকুয়া একটি থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেছি। আমি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, কর্মরত সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনিপদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত