লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বৃদ্ধা শাশুড়ী আয়াতের নেসাকে পুত্রবধূ বিলকিস বেগম কর্তৃক হত্যার অভিযোগে কবর থেকে লাশ উত্তোলনের ঘটনা ঘটে। সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের ৮নংওয়ার্ড কাঞ্চনীবাজার সংলগ্ন মনু মিয়া আমিন বাড়ির মৃত খোরশেদ আলমের স্ত্রী ও ডুবাই প্রবাসী নিজাম উদ্দিনে মা আয়াতের নেছা (৮৫) গত ২৮ জুন ২০২১ রাত ১১ টায় মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশে রহস্যময় আগাতের দাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেয়া হয়। এদিকে তার পুত্রবধূ তার মেয়ের জামাই কমলনগরের নিপুল হাওলাদার ও অপর মেয়ের জামাই এড. মনির হোসেন জাভেদের সহযোগিতায় তড়িঘড়ি করে কবর দিয়ে দেন। আদালতের নির্দেশে আজ শনিবার সকালে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে পুলিশ। উল্লেখ্য বিলকিস বেগম গত বছরও তার শাশুড়ী বৃদ্ধা আায়াতের নেসাকে মেরে গরু ঘরে ফেলে রাখে। এনিয়ও তৎসময়ে ঝামেলা হয়।এরপর থেকেই বিলকিস বেগম আয়াতের নেতাকে হত্যা করার সুযোগ খুঁজে।
Leave a Reply