অদ্য ২৯ জুন ২০২১ তারিখ রাত ১১ টা ৩০ মিনিটের সময় নড়াইলের লোহাগড়ার চর ভাট পাড়া কালভার্টের পাশে করফার চর থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
একটি গোপন তথ্যের ভিত্তিতে লোহগড়া অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন এর নির্দেশনায় এস আই মাসুদ এর পরিচালনায় সঙ্গীয় ফোর্স এএস আই মাহাফুজ,এএস আই বাচ্চু ও ক:ব: ইব্রাহিম অতি সাহসিকতার সাথে করফার চর থেকে ৩ জন মাদক ব্যবসায়ী কে মাদক কেনা বেচা করা অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন: ১/ মোঃ সুজন খান (২৪) পিং খানজাহান আলী সাং চর করফা,২/মোঃ আরমান ( ১৯) পিং জাহাঙ্গীর সাং চর করফা, উভয় থানা: লোহাগড়া জেলা:নড়াইল। ৩/মোঃ ফারুক পিং জাফর আলী সাং জিম্মন খালি, থানা: টেকনাফ, জেলা: কক্সবাজার কে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেন পুলিশ। এবং আসামিগন লোহাগড়া থানা হেফাজতে আছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত