শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার মুকসুদপুরের বাটিকামারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সেলিমুজ্জামান সেলিম গোপালগঞ্জ সদর উপজেলা পরিবার- পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত “সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক”

ভোলাহাটে পিআইও’র বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অভিযোগ করায় অভিযোগকারী অবরুদ্ধ

 স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৮১ Time View

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃকাউছার আলম সরকারের বিরুদ্ধে প্রকল্পে অনিয়মে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করায় ২৮জুন সোমবার অভিযোগকারী সুরানপুর গ্রামের মোঃ মোজাহারুল ইসলামের ছেলে মোঃ নাসিমুল হককে ডেকে ইউএনও অফিসে দেড়ঘন্টা অবরুদ্ধ রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি গণমাধ্যম কর্মীরা জেনে যাওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। অভিযোগে জানা গেছে, ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃকাউছার আলম সরকার এবং প্রকল্প কমিটির বিরুদ্ধে প্রকল্পে হরিলুট করার অভিযোগ এনে গত বুধবার (১৬ জুন) ডাকযোগে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করেছেন ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের জনৈক মোঃনাসিমুল হকসহ অন্যরা। অভিযোগে বলা হয়, সরকারি নিয়মবহির্ভূতভাবে একই স্থানে পরপর ২ অর্থবছরে দুইবার বরাদ্দ দেয়া হয়। যেমন ২০১৯-২০২০ অর্থবছরে গোহালবাড়ি ইউনিয়নের সুরানপুর জবানের গভীর নলকূপ হতে বিজিবি ক্যাম্প বাগডোগরা জাহিরুলের নলকূপ পর্যন্ত রাস্তায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ৯ মেট্রিক টন এবং ২০২০-২০২১ অর্থবছরে কাজের বিনিময়ে টাকা (কাবিটা) কর্মসূচির ৪ লাখ টাকা বরাদ্দ দেয় পিআইও। কিন্তু ২০১৯-২০২০ অর্থবছরের ৯ মেট্রিক টন গমের যে প্রকল্প ছিল সেখানে তৎকালীন প্রকল্প সাধারণ সম্পাদক আব্দুর রশিদকে ছাড়া গম উত্তোলন করে হরিলুট করা হয়েছে। এছাড়া কাজের বিনিময়ে টাকায় যেখানে স্থানীয় শ্রমিক দিয়ে রাস্তায় মাটি ভরাট করার কথা সেখানে ড্রেজিং মেশিন দিয়ে ৪ লাখ টাকার কাজ অল্প টাকা খরচ করে টাকা হরিলুট করা হয়েছে। এদিকে ২৮ জুন সোমবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ কাউছার আলম সরকার কাজের কথা বলে অভিযোগকারী মোঃ নাসিমুল হককে ইউএনও অফিসে ডাকে। প্রেক্ষিতে মোঃনাসিমুল হক বেলা ১২টার দিকে এলে তাকে ইউএনও অফিসে একটি কক্ষে তালা মেরে আটকিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরে গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউছার আলম সরকারের কাছে ঘটনাটি জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি অবরুদ্ধ রাখার বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে বেলা দেড়টার দিকে অভিযোগকারী মোঃনাসিমুল হককে ছেড়ে দেয়া হয় এবং ঘটনাটি সাংবাদিকদের জানালে তাঁকে পরবর্তীতে মাদক,চাঁদাবাজি ও অস্ত্র মামলা দিয়ে কারাগারে পাঠানোর হুমকী দেয়া হয় বলে অভিযোগকারী অভিযোগ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense