নড়াইল জেলা লোহাগড়া উপজেলা ২ নং লাহুড়িয়া ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরীর আগেই অনিয়ম আর দুর্নীতি চলছে। হাসপাতালের স্টিল সাটারিং ব্যবহার করার কথা থাকলেও সেখানে কাঠের সাটারিং দিয়ে কাজ করে এবং বেহাল দশায় পরিনতি হয়েছে।হাসপাতালের কাজের জন্য নাম্বার বিহীন রাভিশ যা হাত দিয়ে চাপ দিলেই ভেঙ্গে গুড়া হয়ে যাচ্ছে। উপস্থিত সাধারন জনগন প্রতিবাদ করায় তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে কন্ট্রাক্টার। সরকারি কাজ যদি এভাবে ফাঁকিবাজী করে আর অনিয়ম কাজের জন্য জনগন বাধাঁ প্রদান করতে যেয়ে বিপদগামী হতে হয়।তাহলে ভালো কিছু করা সম্ভব নয়।সরকারীভাবে যে কাজগুলো হয় জনগনের জন্য -সে কাজগুলো দেখার জন্য যদি হুমকি দেয় তাহলে জনগনের করার কিছু থাকে না। তবে হাসপাতাল নির্মানের জন্য যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে তার প্রতি সরকারের কর্মকর্তাদের দেখার জন্য জোরদাবী লাহুড়িয়া ইউনিয়নবাসীর।
Leave a Reply