রাজশাহী জেলার গোদাগাড়ী পাকড়ি ইউনিয়নের ললিতনগর এলাকায় আলোচিত শিশু ধর্ষণের পর হত্যা ঘটনায় অভিযুক্ত আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত। রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম তথ্য নিশ্চিত করে বলেন, বন্দুকযুদ্ধে নিহত অভিযুক্ত আসামির নাম শামিম বলে জানান তিনি। জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার (২৪ জুন) রাতে পুলিশের একটি টহল দল গোদাগাড়ী উপজেলার ললিতনগর এলাকায় টহলে ছিল। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায় এ সময় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শনিবার পাকড়ি ইউনিয়নের ললিতনগর এলাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রী সুমাইয়া খাতুন নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের সন্ধানে মাঠে নেমে পড়ে।নিহত আসামির বিস্তারিত পরিচয় জানতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত