যশোর -২ নড়াইলের লোহাগড়ায় পল্লী বিদ্যুতের লোকজন বিদ্যুৎ বিল বকেয়া থাকায় প্রভাবশালীদের লক্ষ লক্ষ টাকা বকেয়া থাকা সত্ত্বেও তাদের লাইন ঠিক ঠাক থাকলেও অসহায় গরীব মানুষের লাইন কর্তন করছে। লকডাউন চলছে তাতে পল্লী বিদ্যুতের কিছু যায় আসে না ১০/১২ জন পল্লী বিদ্যুৎ এর কর্মী বাড়িতে বাড়িতে গিয়ে বিদ্যুৎ লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।
উক্ত পল্লী বিদ্যুতের কর্মীগের মধ্যে হলুদ গেঞ্জি পরা লোকটি সাংবাদিক মনির খানকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেন ২০০০ টাকা দেন আপনার লাইন কাটবো না। মনির খান এই টাকাটি ঘুষ দিতে অনীহা প্রকাশ করায় তাঁর লাইন কেটে দেয়। আজ ২৫ জুন ২০২১ শুক্রবার বেলা ১২ টার সময় একজন সাংবাদিকের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।
ডিজিএম সাহেব কে সাংবাদিক মনির খান বিষয়টি জানালে ও তা শোনেননি তার দল বল। লোহাগড়ায় কঠোর লকডাউন পালিত হচ্ছে।আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার হলেও লোহাগড়ার পল্লী বিদ্যুতের কিছু ইহুদী খৃষ্টান প্রকৃতির লোকজন মুসলিমদের শুক্রবার জুমমার নামাজের দিন হলে ও তাদের কাছে এটা কিছু যায় আসে না।
শুক্রবার অফিস আদালত বন্ধ থাকা সত্বেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে অনেকের। শুক্রবার অফিস আদালত বন্ধ এই দিনে উৎকোচ ইনকাম করার জন্যই মূলত এরা বেরিয়ে পড়েছে। লোহাগড়া পল্লী বিদ্যুতের কর্মচারী কর্মকর্তাদের দুর্নীতির শেষ নেই। সাংবাদিক মনির খানের বাড়িতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চলতি মাসে ৫০০০ হাজার টাকা পরিশোধ করেন।
আবার এই মাসেই, আজ ২৫ জুন ২০২১ শুক্রবার বিদ্যুৎ বিলের জন্য মনির খানের বাড়িতে যায়। এবং উপরে উল্লেখিত বিষয় তাদেরকে জানানো হয়। তারপর মনির খানকে পাশে ডেকে নিয়ে তাঁর কাছে কিছু উৎকোচ দাবি করে।মনির খান বলেন আমার লাইন কাটবেনা।
মনির খান উক্ত উৎকোচ না দিতে পারায় মনির খানের বাড়ির বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়। মনির খান বলেন পল্লী বিদ্যুত হেড অফিস মনিরামপুর। জিএম মহোদয় কে এর সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য অনুরোধ করেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত