নড়াইলের কালিয়া থানাধীন সমেরুখোলা এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম। ২৫ জুন রাত্রি সাড়ে ১২ টার দিকে মো: শামীম শেখ (৩০) নামে ওই যুবক কে ৪৪০ (গ্রাম) গাঁজাসহ আটক করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে,গোপন তথ্যের ভিত্তিতে নড়াইলের কালিয়া থানাধীন সমেরুখোলা গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: শামীম শেখ (৩০) কে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহোযোগিতায় ৪৪০(গ্রাম) গাঁজাসহ আটক করতে সক্ষম হন। আটককৃত আসামী মো: শামীম শেখ (৩০) কালিয়া থানাধীন সমেরুখোলা গ্রামের মো: ইউসুফ শেখের ছেলে। এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই মাহফুজুর রহমান, জানান গোপন তথ্যের ভিত্তিতে গাঁজাসহ একজন কে আটক করেছি আসামী কে নড়াইল সদর থানায় হস্তান্তর পূর্বক নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত