লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার সরকারী সম্পত্তি ভূমি অফিসারদের নাকালে বেদখল করেন পানপাড়া বাজার ব্যবসায়ী ও কাপিলা তলির বাসিন্দা কালা মুন্সির ছেলে আলাউদ্দিন।সূত্রে জানান রামগঞ্জ ৬নং লামচর ইউপি উপসহকারী ভূমি মোহাম্মদ সাইফুলকে ম্যানেজ করে ভূমি অফিসের নাকালে পানপাড়া পুকুরের পশ্চিম উত্তরে কোটি টাকার সম্পত্তিতে ইমারত নির্মাণ হয়। বাজারের একাধিক ব্যবসায়ীরা জানান উপজেলা,থানা প্রশাসন শুরুতে কাজ বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশ তাকে আটক করে ছেড়ে দেন। পরেই বীরদর্পে কাজ শুরু করেন। আলাউদ্দিন এর একজন নিকটতম আত্মীয় জানান, কাজটি করতে বিভিন্নভাবে প্রশাসনকে ম্যানেজ করেছে। একেকভাবে অনুমতি নিলে অন্যরা আসেন। উপসহকারী ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান করতে বাঁধা দিয়েছি এখন উচ্ছেদ মামলা করেছি। উপজেলা সার্ভেয়ার মামুন হোসেন জানান এ্যাসিল্যান্ড সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে দোকানঘর গুলো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত