শেরপুরে কৃষি ব্যাংকে চুরি করতে গিয়ে আটক হয়েছে শামীম মিয়া (২৮)নামে এক চোর।১৫জুন মঙ্গলবার রাতে শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের কৃষি ব্যাংক কুসুমহাটি বাজার শাখায় এ ঘটনা ঘটে।
কৃষি ব্যাংকের ভিতরে চোর শামীম মিয়া কর্তব্যরত সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেনকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালানোর চেষ্টা করে।গ্রেফতার কৃত চোর শামীম সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়ড়া পরানপুর গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।খবর পেয়ে ঘটনাস্থলে চোরকে গ্রেফতার করে শেরপুর সদর থানা পুলিশ।
অপরদিকে জখমী সিকিউরিটি গার্ডকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোহাম্মদ হান্নান মিয়া ও ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা দৈনন্দিন কাজ শেষে ১৫জুন বিকেলে ব্যাংক তালাবদ্ধ করে যার যার মত চলে যান।কিন্তু ব্যাংক বন্ধ করার পূর্বেই গ্রেফতারকৃত চোর শামীম মিয়া সুকৌশলে ব্যাংকে চুরি করার উদ্দেশ্যে সবার অগোচরে ব্যাংকের একটি টেবিলের নিচে লুকিয়ে থাকে।
ওই অবস্থায় ব্যাংকের সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেন দায়িত্ব পালন করতে রাত সাড়ে ৮টার দিকে ব্যাংকে ঢুকে টিভি দেখে তার মোবাইল ফোন মাথার কাছে রেখে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েন।হঠাৎ রাত দেড়টার দিকে জেগে দেখেন তার মোবাইল ফোন আর ব্যাংকের গেইটের চাবি নেই।তখন বিছানা থেকে দাঁড়ানো মাত্র চোর শামীম তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে।সিকিউরিটি গার্ড চিৎকার শুরু করলে শামীম সিকিউরিটি গার্ডের মোবাইল ফোনটি ব্যাংকের ভিতরে ফেলে রেখে ব্যাংকের দোতলার গেইটের চাবি দিয়ে গেইট খুলে নিচে নেমে পড়ে।কিন্তু নিচতলার মূল গেইট তালা দেওয়া থাকায় সে পালাতে না পেরে সিঁড়ির গোড়ায় বাথরুমে লুকিয়ে থাকে।
খবর পেয়ে পুলিশ ব্যাংকে পৌঁছামাত্র সিকিউরিটি গার্ড দোতলার জানালা দিয়ে মূল গেইটের চাবি নিচে ফেলে দিলে পুলিশ চাবি নিয়ে স্থানীয়দের সহায়তায় নিচের গেইট খুলে সিঁড়ির গোড়ায় বাথরুম থেকে চোর শামীমকে আটক করে এবং আহত সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মেদ বলেন,ব্যাংকে অভিনব কায়দায় চুরির চেষ্টার ঘটনায় চোর শামীমকে আটক এবং সিকিউরিটি গার্ড আনোয়ার হোসেনকে আহতবস্থায় উদ্ধার করা হয়েছে।ব্যাংকের সকল কিছু সুরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।উক্ত ঘটনায় শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
Leave a Reply