ঢাকার অদূরে শিল্প- অঞ্চল আশুলিয়া নরসিংহপুর ব্যস্ততম এলাকায়। করোনা ভাইরাসের মহামারী মধ্যে থেমে নেই ফুটপাত চাঁদাবাজি। বিএনপি নেতা নাম ও নাদিম ভেল পাল্টিয়ে আওয়ামী যুবলীগে যোগ দিয়ে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া রোড, ইথিকেল গার্মেন্স থেকে নরিজা এক্সসরিস পর্যন্ত রাস্তা দুইপাশে ফুটপাত বসিয়ে প্রতিদিন চাঁদা তুলেন আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিষয়ে আরব আলী নামের এক দোকানি বলেন, এখানে দোকান বসালে প্রতিদিন ৫০ থেকে ১০০ টাকা দিতে হয় এদের । এই টাকা না দিলে মারধর ও গালিগালাজ করে দোকান বসতে দেয় না। নাদিম সরকার ও নাঈম সরকার যুবলীগ নেতা এই ভয়ে তাদের কেউ কিছু বলতে সাহস পায়না। আমরা ভাই গরীব মানুষ দোকান করে খাই। এলাকা বাসী জানান , সালাউদ্দিন সরকার বিএনপি যুবদল নেতা ও নাদিম সরকার বিএনপি ছাত্রদল নেতা ছিলেন। ভেলপাল্টিয়ে রাতা-রাতি যুুুুবলীগের যোগ দিয়ে নাদিম সরকার বর্তমান ইয়ারপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, তার বড় ভাই আশুলিয়া থানা যুবলীগের সদস্য সালাউদ্দিন সরকার এব্যাপারে, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোঃ কবির হোসেন সরকার মুঠো ফোনে বলেন এবিষয়ে আমার জানা নেই তবে আশুলিয়া থানা যুবলীগ কোন চাঁদা বাজীতে বিশ্বাসি নয়। প্রমান পাওয়া গেলে এদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply