কোর্টের আদেশে শিশু উদ্ধার করতে গিয়ে দুই পুলিশ সদস্য ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিৎসাধীন থাকায় তাদের দেখতে ছুটে আসে পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
বুধবার বিকেল আনুমানিক ৪ ঘটিকায় পাবনা কোর্ট পিটিশন ১০৪ মামলার ভিত্তিতে সুজানগর থানার এসআই দিপু,এ এস আই শফিক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শিশু মারজিয়া-(৩) কে উদ্ধার করতে গিয়ে সাহাদাত নামক যুবকের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের আড়িয়া গোহাল বাড়ির হাসান আলী বাদী হয়ে গত ৩০ মে পাবনা কোর্টে তার শিশু সন্তান মারজিয়া (৩) কে উদ্ধার করতে মামলা দায়ের করেন।
কোর্টের আদেশে শিশু মারজিয়া কে উদ্ধার করতে সুজানগর থানা পুলিশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের খয়রান গ্রামের ঘটনাস্থলে গেলে, শিশু মারজিয়ার খালা ও মামা মারজিয়া দিতে অস্বীকৃতি জানান,এরই এক পর্যায়ে মারজিয়ার মামা সাহাদাত ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এ এস আই শফিক ও কনস্টোবল মামুন কে আঘাত করে, আঘাতে এ এস আই শফিকুর রহমানের ডান হাতে জখম ও মামুনের পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান হাসপাতালে পুলিশ সদস্যদের দেখতে গিয়ে এ প্রতিবেদককে বলেন,এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় সাহাদাত নামক এক যুবক কে তাৎক্ষণিক আটক করা হয়েছে।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
Leave a Reply