জামালপুরের মাদারগঞ্জে সুদের টাকা কম দিতে চাওয়ায় বাকবিতণ্ডার জেরে শহিদুল ইসলাম (৩০) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীকে মাথা ফাটানোর ঘটনা ঘটেছে।
রবিবার দুপুর ১টার দিকে মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে ভোক্তভোগীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। বর্তমানে সে মাদারগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভোক্তভোগী শহিদুল ইসলাম জানান,তারতাপাড়া গ্রামের আমিনুল ইসলাম ইসলামের স্ত্রী সুদকারবারী শাহিদা বেগম এর নিকট ৫ মাস আগে ৫০ হাজার টাকা সুদের উপর ধার নেন। ৫ মাসে সুদসহ ৬০ হাজার টাকা হলে,টাকা দেওয়ার সময় তিনি ৩ হাজার টাকা কম দিতে চাইলে এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতি হলে,অভিযুক্ত মহিলা লোহার পাইপ দিয়ে তার উপর আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।পরে তাকে তার দোকানের কর্মী ও উপস্থিত কয়েকজন মাদারগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসে। মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেহেদী হাসান মামুন বলেন,মাথায় আঘাতের পাশাপাশি হাতেও একটু আঘাত পেয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। এ বেপারে স্থানীয় পৌর কাউন্সিলর পুলক পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি শুনেছি ঘটনাটি। আগামীকাল সরজমিন খোঁজ নিব। এ বিষয়ে অভিযুক্ত নারী শাহিদা বেগমের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে পাওয়া যায়নি। এ বেপারে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad
দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত