সাগরে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ করে চলেছে ভারতের এন ডি এফ আর সদস্যরা। আজ সকল থেকে ভয়াবহ যশ ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিপাত জেরে তছনছ হয়ে গেছে ভারতের উড়িষ্যার বালেশ্বর ও পারাদ্বীপ এবং কেন্দ্র পাড়া সহ পশ্চিম বাংলার পূর্ব মেদিনীপুর জেলার শঙ্কর পুর দিঘা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ও পাথরপ্রতিমা ও নামখানা এবং কাকদ্বীপ ও ফেজারগন্জ এবং গোসবা ও সন্দেশ খালি এবং সুন্দর বন এলাকার বিভিন্ন অঞ্চল। সেই সঙ্গে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার হিজলগন্জ সহ বিভিন্ন অঞ্চল। সকাল থেকে ভয়াবহ ঘূর্ণিঝড় এর মোকাবেলায় নেমে পড়েছে ভারতের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলা বাহিনীর সদস্যরা এবং পুলিশ প্রশাসন ও ভারতের নৌবাহিনীর সদস্যরা। এই যশ ঘূর্ণিঝড় এর দাপটে ঘরবাড়ি যেমন ভেঙে পড়েছে। তেমনি লক্ষ লক্ষ বিঘার সবুজ ফসল নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে একশত এর অধিক নদী বাধ ভেঙে জল ডুকে প্রালাবিত করে দিয়েছে। এই হড়কা বানের তোড়ে ভেসে গিয়েছে কাচাবাড়ি ও ঘূর্ণিঝড় এর দাপটে বহু গাছপালা ভেঙে পড়েছে। বহু যায়গায় ঝড়ের দাপটে উপড়ে গেছে বিদ্যুৎ এর খুটি। আজ সকাল থেকে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে ভারতের এন ডি এফ আর বাহিনীর সদস্যরা। উড়িষ্যা ও পশ্চিম বাংলা সরকার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়াবে বলে ছয়শত কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করা হয়েছে বলে জানা গেছে। ভারত সরকার পক্ষ থেকে উড়িষ্যা ও পশ্চিম বাংলা সরকার পাশে দাড়াবে বলে জানা গেছে। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যশ ঘূর্ণিঝড় এর ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নিয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ তহবিল গঠন করে তাদের পাশে দাড়াবে বলে ঘোষণা করে দিয়েছে। পশ্চিম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পাট্রানায়ক এক যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ তহবিল যাতে পৌঁছে যায় তার ব্যাবস্থা করেছেন।
সম্পাদক
এড. গৌরাঙ্গ বসু (ট্রিপল এম.এ)
প্রকাশক
সবুজ বালা
© ২০২৫ আলোকিত জনপদ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত