শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল ফরিদরপুরের নগরকান্দা উপজেলায় শেষ হলো নৌকা বাইচ প্রতিযোগিতা যারা পিআর নিয়ে কথা তুলছে তারা স্বৈরাচারের দোসর – হেলেন জেরিন খান রাজৈরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত। টেকেরহাট শহীদ সরদার সাজাহান গার্লস স্কুল এন্ড কলেজে ” জুলাই গণ অভ্যুত্থান”দিবস উদযাপিত। ভোগ বিলাসে উপদেষ্টারা ব্যস্ত : রংপুরে সাদিক শার্শায় হতদরিদ্রের খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে আটক-২ কদমবাড়ী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের শপথবাক্য পাঠ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরে বাবুর্চি সহ ২টি মরদেহ উদ্ধার

নড়াইলে টিকাদানের দ্বিতীয় ডোজের অনিশ্চয়তা ও কার্যক্রম বন্ধ

 খন্দকার ছদরুজ্জামান. বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৪৩০ Time View

মজুদ শেষ হয়ে যাওয়ায় নড়াইলে করোনার টিকাদান কর্মসূচি বন্ধ হয়ে গেছে। সদর উপজেলায় মঙ্গলবার টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া লোহাগড়া ও কালিয়া উপজেলায় টিকার মজুদ শেষ হওয়ার কথা জানানো হয়। এদিকে, জেলায় প্রায় ৭ হাজার মানুষ এখনও দ্বিতীয় ডোজের টিকা পাননি।

তাদের টিকা গ্রহণের বিষয়টি এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সারা দেশের মতো এ জেলার সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের তিনটি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ডের প্রথম ডোজ এবং ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম শুরু হয়।

প্রথম পর্যায়ে দুইধাপে ৩০ হাজার ডোজ টিকা আসে এ জেলায়। ২৯ হাজার ৯৭২ জনকে টিকা দেওয়া হয়। দ্বিতীয় ডোজের জন্য ২৪ হাজার ডোজ টিকা আসে।

এ পর্যন্ত ২২ হাজার ৯৪৬ জন দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এখনও ৬ হাজার ৭২৯জন ব্যক্তি দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেন নি। এদিকে, সঠিক ভাবে প্রয়োগ না করতে পারায় নষ্ট (ওয়েস্টেজ) হয়েছে কয়েক’শ ডোজ টিকা।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার বলেন, ‘মজুদ শেষ হয়ে যাওয়ায় জেলায় টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজের টিকার অনিশ্চয়তা কেটে গেলে এবং সরকারি নির্দেশনা পাওয়া গেলে পুনরায় এ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense