আজ দিবাগত রাত্রে ১ঃ৩০মিনিট সময় ঢাকাতে চিকিৎসার উদ্দেশ্য ঢাকা পৌছানোর আগেই মৃত্যুবরন করেন। তিনি নড়াইল জেলা সদর আউড়িয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা, সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বিএনপির সাধারন সম্পাদক-আব্দুল কাদের শিকদার।
আজ দুপুর ৩ঃ১০মিনিটে নাকশীমাদ্রাসা মাট প্রাজ্ঞনে হাজারও জনগনের মধ্যে দিয়ে শেষ হল জানাজার নামাজ। উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর বিশ্বাস, সাংগঠনিক যুগ্ম সাধারন সম্পাদক সাবেক ইউপিঃচেয়ারম্যান কাজী সুলতানুজ্জামান (সেলিম) সম্পাদক শাহরিয়ার জর্জ,দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান।সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান-খুলনা বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনিদ্য ইসলাম অমিত (যশোর)।
লোহাগড়া উপজেলা দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃমোঃইউসুফ আলী,সিনিয়র সহ সভাপতি হাফিজুর রহমান (বাল্লক), সাঃসম্পাদক মু্ন্জুরুল আলম (রন্জু বিশ্বাস) যুবদলের নেতা মোঃ নুরইসাম (নুর), ফকির নজরুল ইসলাম।
দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ তরিকুল ওসমান। আঃলীগ নেতা গোলাম মোর্তুজা স্বপন।জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাফ হোসেন বিশ্বাস।
আরো অনেক নেতাবৃন্দ আপনজন উপস্থিত ছিলেন। সকল নেতাবৃন্দ শোকাহত গভীর শোকের ছায়া নেমে আসে নড়াইল জেলায়। সকলেই তার মাগফিরাত কামনা করেন।