নড়াইল জেলা,লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের কৃতিসন্তান। স্হায়ী বসবাস দিঘলিয়া -মোঃ তোহিদুল ইসলাম তনু।
গত ২০/৫/২০১৩ ইং সাল দিঘলিয়া বাজারে বিশেষ কাজ শেষে “তনু ফকির”নিজের মটরসাইকেলে উঠার চেষ্টা করে ঠিক ঐ মূহুর্তে আত্মগোপনে থাকা কিছু সংখ্যক লোক তনুকে “ছ্যান দা” দিয়ে কুপিয়ে হত্যা করে।
তিনি দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং লোহাগড়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সৎসাহসীকতা,অন্যায়ের প্রতিবাদকারী,নীতিবান ও পরউপকারী প্রকৃতির লোক ছিলেন।
আজ ২০/৫/২০২১ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরপর উপস্থিত তনু ফকিরের ছোট ভাই মোঃ নজরুল ইসলাম সহ বিএনপি,যুবদল,ছাত্রদল মিলেমিশে তার মাগফিরাত কামনা করে।