জামালপুর জেলার বিভিন্ন কামলার বাজার ঘুরে, আজ ১৭ মে, সকালে দেখা যায়, ধান কাটার শ্রমিক তথা কামলার ময়না হাজার টাকা। বিভিন্ন বাজারে শ্রমিকের চেয়ে, মনিব বেশি লক্ষ করা যায়।
শ্রমিকরা ভোর থেকে আলো হওয়া সকাল অবদি, বসে থাকলেও হাজার টাকার কমে, তারা কামলা দিতে রাজি নয়। অন্য দিকে মনিব তথা কৃষকদের প্রশ্ন- ধান কাটার কামলা আজ সর্বনিম্ন ১ হাজার টাকা।
বর্তমানে ধান কাটার পর জামালপুরে বিআর-২৯ চিকন ধান, বিক্রি হচ্ছে ৬০০ টাকা করে। একজন শ্রমিক বা কামলা, খুব বেশি হলে, দিনে ৩ মন ধান কাটতে পারে।
যার বাজার মূল্য ১৮শ টাকা। সেই ধানে পাওয়ার টিলারে চাষ খরচ, সেচ খরচ, ইউরিয়া সার খরচ, ডিআইপি খরচ, পটাশ খরচ, ভিটামিন সার খরচ, কারেন্ট পোকা মারা বিষ খরচ-২ বার, মারজা পোকা বিষ খরচ,
ব্লাস্ট রোগের বিষ খরচ-তিন বার, সব মিলে কত টাকা খরচ হয়েছে জানতে চেয়ে, কৃষক, প্রতিবেদক নিপুন জাকারিয়ার কাছে প্রশ্ন রাখেন। কৃষকের মাথায় হাত, প্রশ্ন শুনে সত্যি অবাক?