প্রথমে জানাই “আলোকিত জনপদ” অনলাইনকে এবং সম্পাদক “সুবজ বালাকে” ঈদ শুভেচ্ছা।
নড়াইল জেলা লোহাগড়া উপজেলা দিঘলিয়া ইউনিয়নবাসীকে জানাই আমার পক্ষ হতে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।গতকাল শেষ হলো রমজান আর রমজান শেষে আজ ঈদের দিন। ঈদের নামাজ আদায় করলাম ত্রিপল্লী জামে মসজিদ লুটিয়া বাজার ।
সকলে মিলে মিশে মাস্ক ব্যবহার করে নিয়ম অনুযায়ী ঈদের নামাজ শেষ করলাম।এখন প্রতিটি মানুষের মনে শান্তি ও আনন্দ উপভোগ করছে।প্রতিটি বাড়ীতে সেমাই মিষ্টি পরস্পর উপভোগ করবে। আমি তাদের মঙ্গল কামনা করি।
শুভেচ্ছান্তে —
প্রতিনিধিঃ “আলোকিত জনপদ”লোহাগড়া নড়াইল।